Saturday, June 7, 2014


মোটরসাইকেল চুরি ঠেকাতে মোবাইল-প্রযুক্তি


মোটরসাইকেল চুরি নিয়ে ঝক্কি ঝামেলার দিন শেষ। মোটরসাইকেল চুরি ঠেকাতে নতুন মোবাইল-প্রযুক্তি নিয়ে কাজ করছেন গবেষকেরা। কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই সতর্ক বার্ত এবং চুরি হওয়া মোটরসাইকেলের সব তথ্য ফোনে পায়ে যাবেন প্রকৃত মালিক।
এবার যুক্তরাষ্ট্রের অটোমোবাইল বিশেষজ্ঞরা মোটরসাইকেল চুরি রোধে ‘কোর’ নামের নতুন একটি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। এমনই তথ্য জানিয়েছে আইএএনএস।

girls_with_bikes
গবেষেকেদের দাবি, তাঁদের এই পদ্ধতি ব্যবহারের ফলে মোটর সাইকেল চুরি করতে গেলে বা কেউ মোটর সাইকেল স্পর্শ করলেই সাথে সাথেই প্রকৃত মালিক তার মোবাইল ফোনে বার্তা পেয়ে যাবেন।
স্করপিও সাউন্ডস তৈরি করেছে ‘কোর সিস্টেম’, যা অ্যান্ড্রয়েড বা আইওএসচালিত মোবাইল ফোনের মাধ্যমেই বার্তা পৌঁছে দিতে সক্ষম।
এই পদ্ধতিতে বাইকের সঙ্গে একটি বিশেষ মডিউল সেট করে রাখতে হয় যা ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করে। এটি গাড়ির চার্জ স্ট্যাটাস মনিটর করে এবং বার্তা পাঠায়। গাড়ি যদি চুরি হয় তখন দ্রুত এই মডিউলটি স্বয়ংক্রিয় ইমারজেন্সি মোডে চলে গিয়ে একটি পিন কোড তৈরি করে এবং গাড়ির অবস্থান জানাতে পারে। বাইকের ব্যাটারি সরিয়ে ফেলা হলেও ‘কোর’ সিস্টেমটি ব্যাকআপ পাওয়ার ব্যবহার করে তথ্য পাঠাতে পারে।

No comments:

Post a Comment