Latest News (সর্বশেষ খবর)


Latest News (সর্বশেষ খবর) 

                                                     

 

আটক র‌্যাব সদস্যদের বাহিনীতে ফেরত


Latest News (সর্বশেষ খবর)

        ছিনতাইকালে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার

সোমবার দুপুর ১২টার দিকে বনানী মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বনানী থানার সেকেন্ড অফিসার আবু বকর।
গ্রেপ্তাররা হলেন- মামুন, আবু বকর, মোস্তফা কামাল লিটন ও আল-আমিন। তাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
তাদের কাছ থেকে একটি নষ্ট ওয়াকিটকি ও কয়েকটি হ্যান্ডকাপ উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহার করা মাইক্রোবাসটি আটক করা হয়।
তবে গ্রেপ্তারদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।


সেকেন্ড অফিসার আবু বকর জানান, গ্রেপ্তাররা দুপুরে বনানী মসজিদের সামনে দিয়ে মাইক্রোবাসে করে যাবার সময় গাড়ি থেকে নেমে একটি রিকশার গতিরোধ করে। এ সময় তারা রিকশা যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।ওই রিকশা যাত্রীর চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা ছুটে গিয়ে তাকে উদ্ধার এবং ছিনতাইকারীদের গাড়ি ভাংচুর ও মারধর করে পুলিশে দেয়।
মো. হাশেম নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি থেকে নেমে ওই চার ভুয়া ডিবি পুলিশ রিকশা যাত্রী কয়েকটি চড়-থাপ্পড় মেরে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
আশেপাশের জনতা এ সময় ছুটে গিয়ে তাদের মারধর করে গাড়ি ভাংচুর ও তাতে আগুন দেয়ার চেষ্টা করে


চট্টগ্রামের ছিনতাইচক্রের দলনেতা গ্রেপ্তার

 

চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু


 

 

সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘট স্থগিত

 

সিলেটে বিএনপির হরতাল প্রত্যাহার

 



পানি খেয়ে অসুস্থ ৭০ শ্রমিক

পানি খেয়ে অসুস্থ ৭০ শ্রমিক
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) পেনিনসুলা নামক একটি পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৭০ জন শ্রমিক।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে বেপজা হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ শ্রমিক। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
সিইপিজেডের মহাব্যবস্থাপক আহসান হাবিব জানান, শুক্রবার কারখানা বন্ধ ছিল। শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর দু’জন নারী শ্রমিক হঠাৎ বমি করা শুরু করেন। পরে সহকর্মীরা তাদের বেপজা হাসপাতালে নিয়ে যান।
এরপর একে একে শ্রমিকরা কেউ বমি করতে করতে, আবার কেউ মাথা ঘুরানোসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে যান। কমপক্ষে ৭০ জন শ্রমিক এসময় চিকিৎসা নিতে হাসপাতালে যান। কারখানাটি ছুটি দেয়া হয়েছে বলে জানান তিনি।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি দাবি করেন, দু’একজন সহকর্মীকে আক্রান্ত হতে দেখে বাকি শ্রমিকরা ‘সাইকোলজিক্যাল ডায়রিয়ায়’ আক্রান্ত হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বলেন, "হাসপাতালে ২০ জনকে ভর্তি অবস্থায় দেখেছি। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।"
তিনি আরো বলেন, "সিইপিজেডের কারখানাগুলোতে বেপজা নিজস্ব ব্যবস্থায় পানি সরবরাহ করে। সেই পানি খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।"
তবে বেপজার সরবরাহকৃত পানিতে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন সিইপিজেডের মহাব্যবস্থাপক আহসান হাবিব।
এদিকে এ বিষয়ে জানতে গার্মেণ্টসটির মালিক ব্যবসায়ী অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে সারা দেশের সিএনজি স্টেশনগুলোতে। রোববার সকাল ৬টা থেকেএ ধর্মঘট পালন করবেন তারা। ৭ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওনার্স এসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছে।
সিএনজি স্টেশন মালিকরা দীর্ঘদিন ধরে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে আসছেন।
৭ দফা দাবির মধ্যে রয়েছে, বিদ্যুতের বাড়তি দাম স্টেশন মালিকদের মার্জিনের সঙ্গে সমন্বয় করা, স্টেশন মালিকদের কমিশন ১২ পয়সা থেকে বাড়িয়ে ২.৯৮ টাকা করা, ফিড গ্যাসের বাড়তি দামের জামানত হিসেবে চেক জমা রাখা, সিএনজি স্টেশন থেকে গ্যাস রেশনিং প্রথা তুলে নেওয়া, প্রতিশ্রুতি পাওয়া সংযোগবঞ্চিত ৫৪টি সিএনজি স্টেশনে দ্রুত গ্যাস সংযোগ দেয়া, সব সিএনজি স্টেশনে ইভিসি মিটার স্থাপন করা, সিএনজি খাত সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করা ।
এর আগে ১০ মে অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় ৮ জুন রোববার সকাল ৬টা থেকে দেশের সব সিএনজি স্টেশনে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ৭ দফা দাবি মেনে নিলে এ ঘর্মঘটের প্রয়োজন পড়তো না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি জাকির হোসেন নয়ন।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ৩১ ডিসেম্বর পেট্রোবাংলাকে ৫ দফা দাবি বাস্তবায়নের নির্দেশনা দেয়। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।

একরাম হত্যায় জড়িত সন্দেহে আটক ২

akkk 
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দু’জনকে আটক করেছে আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার রাতে উপজেলার শর্শদী এলাকা থেকে আবুল হোসেন জাহাঙ্গীর ও বিকালে বিরিঞ্জি এলাকা থেকে ছট্টুকে আটক করা হয়।
র‌্যাব-৭ এর ইনচার্জ এএইচ মহিউদ্দিন জানান, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শর্শদী এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে আবুল হোসেন জাহাঙ্গীর (৪৫) কে আটক করা হয়। একরাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। জাহাঙ্গীর ডাকাত দলের সদস্য বলেও জানান তিনি।
এদিকে ফুলগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, বিকালে বিলাসী সিনেমা হলের সামনে থেকে ছট্টুকে আটক করা হয়েছে। একরাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, ২০ মে সকাল ১১টার দিকে একরামকে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে গাড়ির ভেতরে গুলি করে কুপিয়ে ও পরে গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

hortal

রোববার সিলেটে অর্ধদিবস হরতাল"

সিলেট ওসমানী মেডিকেল কলেজ এর এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র তাওহীদুল ইসলামের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে রোববার সিলেটে অর্ধদিবস হরতাল আহবান করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার সোয়া ১১টায় তাওহীদুল ইসলামের ২য় জানাযা শেষে এই হরতাল আহবান করা হয়। মহানগর বিএনপি’র সভাপতি এমএ হক এই হরতালের ঘোষনা দেন। এসময় সিটি মেয়র আরিফুল হক চৌধূরী, কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কাহের শামীম, আব্দুল আহাদ খান জামাল সহ বিএনপি, ছাত্রদল,যুবদললের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment