Known Unknow (জানা অজানা)
................1..............
১.খুব
জোরে হাঁচি দিলে পাজরের
হাঁড়ে চির
ধরতে পারে। আবার
চেঁপে রাখলে মাথা বা ঘাড়ের
শিরা ছিঁড়ে যেতে পারে।
২.প্রজাপতির
চোখের সংখ্যা প্রায় ১২ হাজার!!!
৩.একজন ফুটবল
খেলোয়ার সম্পূর্ন খেলায়
৭ মাইল পথ অতিক্রম করে!!!
৪.যখন মানুষ কিছু স্পর্শ
করে,তখন তা ঘন্টায় ১২৪
মাইল বেগে মস্তিষ্কে পৌঁছায়!!!
.৫.ডান পাশের ফুসফুস বাম
পাশেরটা থেকে বেশি বাতাস গ্রহন করে!!!
৬.শরীরের পিছনের অংশ দিয়েও নিঃশ্বাস
নেয় কচ্ছ্প।এরদাঁত নেই!!!
৭.বড় ক্যাঙারু এক লাফে ৩০ ফুট পেরোতে পারে।
৮.মানুষের বাঁ পাশেরফুসফুসটি ছোটহয়।কারণ এখানেই হ্নদয় নামক জিনিসটির অবস্হান।
No comments:
Post a Comment