শনিবার
০৭ জুন ২০১৪ ইংরেজী , ২৪ জৈষ্ট্য ১৪২১ বাংলা,
আগামী ২৪ অগাস্ট পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে সিএনজি স্টেশন
মালিকদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স
অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন জানিয়েছেন।Lets Know.blogspot ডটকমকে তিনি বলেন, “শনিবার সকালে জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠকে
দাবি পূরণের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি ১৪ অগাস্ট পর্যন্ত সময় চেয়েছেন। তাই
আমরা আরো ১০ দিন সময় বাড়িয়ে ২৪ অগাস্ট পর্যন্ত ধর্মঘট মুলতবি করছি।”
কমিশন বাড়ানোসহ সাত দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছিলেন তারা।
গত ২৪ মে সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচি দিয়েছিলেন।
তাদের দাবিগুলো হল- বর্ধিত বিদ্যুৎমূল্য ও সিএনজি মালিকদের মার্জিন সমন্বয় করা, মালিকদের মার্জিন বৃদ্ধি করা,ফিড গ্যাসের বর্ধিত মূল্য নিরাপত্তা চেক জামানত রাখা, স্টেশন থেকে গ্যাস রেশনিং প্রথা প্রত্যাহার করা,প্রতিশ্রুত ৫৮টি স্টেশনে গ্যাস সংযোগ দেয়া,সিএনজি স্টেশনে ইটিসি মিটার স্থাপন করা এবং সিএনজি খাত সংক্রান্ত সরকারি সব সিদ্ধান্তের সময় তাদের মতামত নেয়া।
দাবি পূরণ না হলে আগামী ২৫ অগাস্ট থেকে তাদের ধর্মঘট শুরু হবে বলে জানান নয়ন।
কমিশন বাড়ানোসহ সাত দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছিলেন তারা।
গত ২৪ মে সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচি দিয়েছিলেন।
তাদের দাবিগুলো হল- বর্ধিত বিদ্যুৎমূল্য ও সিএনজি মালিকদের মার্জিন সমন্বয় করা, মালিকদের মার্জিন বৃদ্ধি করা,ফিড গ্যাসের বর্ধিত মূল্য নিরাপত্তা চেক জামানত রাখা, স্টেশন থেকে গ্যাস রেশনিং প্রথা প্রত্যাহার করা,প্রতিশ্রুত ৫৮টি স্টেশনে গ্যাস সংযোগ দেয়া,সিএনজি স্টেশনে ইটিসি মিটার স্থাপন করা এবং সিএনজি খাত সংক্রান্ত সরকারি সব সিদ্ধান্তের সময় তাদের মতামত নেয়া।
দাবি পূরণ না হলে আগামী ২৫ অগাস্ট থেকে তাদের ধর্মঘট শুরু হবে বলে জানান নয়ন।
সিলেটে বিএনপির হরতাল প্রত্যাহার
ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে ডাকা রোববারের হরতাল প্রত্যাহার করেছে বিএনপি।
একরাম হত্যায় জড়িত সন্দেহে আটক ২

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দু’জনকে আটক করেছে আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার রাতে উপজেলার শর্শদী এলাকা থেকে আবুল হোসেন জাহাঙ্গীর ও বিকালে বিরিঞ্জি এলাকা থেকে ছট্টুকে আটক করা হয়।
র্যাব-৭ এর ইনচার্জ এএইচ মহিউদ্দিন জানান, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শর্শদী এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে আবুল হোসেন জাহাঙ্গীর (৪৫) কে আটক করা হয়। একরাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। জাহাঙ্গীর ডাকাত দলের সদস্য বলেও জানান তিনি।
এদিকে ফুলগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, বিকালে বিলাসী সিনেমা হলের সামনে থেকে ছট্টুকে আটক করা হয়েছে। একরাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, ২০ মে সকাল ১১টার দিকে একরামকে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে গাড়ির ভেতরে গুলি করে কুপিয়ে ও পরে গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
No comments:
Post a Comment