৯ জুন ২০১৪খ্রিস্টাব্দ সোমবার ২৪ জৈষ্ট্য ১৪২১ বাংলা,
রাজধানীর বনানী থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে বনানী মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা
হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বনানী থানার সেকেন্ড অফিসার আবু বকর।
গ্রেপ্তাররা হলেন- মামুন, আবু বকর, মোস্তফা কামাল লিটন ও আল-আমিন। তাদের প্রত্যেকের
বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
তাদের কাছ থেকে একটি নষ্ট ওয়াকিটকি ও কয়েকটি হ্যান্ডকাপ উদ্ধার এবং ছিনতাইয়ে
ব্যবহার করা মাইক্রোবাসটি আটক করা হয়।
তবে গ্রেপ্তারদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি এই পুলিশ
কর্মকর্তা।
সেকেন্ড অফিসার আবু বকর জানান, গ্রেপ্তাররা দুপুরে বনানী মসজিদের সামনে দিয়ে
মাইক্রোবাসে করে যাবার সময় গাড়ি থেকে নেমে একটি রিকশার গতিরোধ করে। এ সময় তারা রিকশা
যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।ওই রিকশা যাত্রীর চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা ছুটে গিয়ে তাকে উদ্ধার এবং ছিনতাইকারীদের
গাড়ি ভাংচুর ও মারধর করে পুলিশে দেয়।
মো. হাশেম নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
গাড়ি থেকে নেমে ওই চার ভুয়া ডিবি পুলিশ রিকশা যাত্রী কয়েকটি চড়-থাপ্পড় মেরে তার কাছ
থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
আশেপাশের জনতা এ সময় ছুটে গিয়ে তাদের মারধর করে গাড়ি ভাংচুর ও তাতে আগুন দেয়ার
চেষ্টা করে
চট্টগ্রামের কুখ্যাত ছিনতাইচক্র ‘হামকা’ গ্রুপের দলনেতা মো. আলমগীর ওরফে ঢাকাইয়্যা আলমগীরকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হালিশহর
থানার পুলিশ রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আলমগীরকে গ্রেপ্তার করে বলে
জানিয়েছেন থানার ওসি শাহজাহান কবীর।
তিনি
বলেন, “নগরীর অধিকাংশ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ‘হামকা’ গ্রুপের সদস্যরা জড়িত।
গ্রেপ্তার
আলমগীর বেশ কিছু ছিনতাই মামলার আসামি উল্লেখ করে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে
আলমগীরকে গ্রেপ্তার করা হয়।পরে
তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরেক সদস্য নূরুল ইসলামকে (৩২) হালিশহরের সরাইপাড়া থেকে
গ্রপ্তার করা হয়, বলেন ওসি শাহজাহান।
এছাড়া
একই রাতে নগরীর হালিশহর ‘বি ব্লক’ খাল পাড় এলাকা থেকে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে
গ্রেপ্তার করা হয়।
এরা
হলেন- জামশেদ (২৮), খোকন (৩০), মো. খোরশেদ (৪২), আল-আমীন (২৭)।
তাদের
কাছ থেকে একটি এক নলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, ৩টি ছুরি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা
দলের নারী সদস্যের মাধ্যমে সাধারণ পথচারীদের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিত বলে
জানান ওসি শাহাজাহান।
চট্টগ্রামের আসাদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক যুবক।
সোমবার
ভোরে একটি শুঁটকির কারখানায় কাজ করার সময় বিদ্যুতায়িত হন মো. মাসুদ (২২)।
রাত
৩টার দিকে মাসুদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম
মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।
নিহত
মাসুদ নোয়াখালীর সুধারামপুরের আব্দুস সালামের ছেলে।
চট্টগ্রামের হাটহাজারিতে একটি সেতুর রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার
সকালে উপজেলার পূর্ব ধলই এলাকায় উদ্ধার করা লাশটি চট্টগ্রাম সেনানিবাসের বেসামরিক
কর্মচারীর মো. জাফরের (৩২) বলে জানিয়েছেন হাটহাজারি থানার এসআই মনজুর আহমেদ।জাফর
একই এলাকার নুরুজ্জামানের ছেলে। পুলিশের ধারণা, জাফর আত্মহত্যা করে থাকতে পারেন।
এসআই
মনজুর জানান, বাড়ির অদূরে শাহজাহান শাহ মাজার সড়কের একটি বেইলি সেতুর রেলিংয়ে ঝুলন্ত
অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের
সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, জাফর চট্টগ্রাম সেনানিবাসের বেসমারিক কর্মচারি
কর্মরত ছিলেন।
লাশ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment