মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। আয়ের সূত্রগুলো সচল থাকবে। কোনো
সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। কর্মহীনদের কর্মসংস্থান হতে পারে।
কর্মে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রাও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো নাও যেতে পারে। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। বাণিজ্যিক ক্ষেত্রে
প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। ধৈর্য হারাবেন না। শেষ পর্যন্ত সাফল্য ধরা দিতে
পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায়
মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
চঞ্চলতাপরিহার করার চেষ্টা করুন। কেউ আজ আপনার ক্ষতি করতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। গবেষণা কর্মে সুফল পেতে পারেন। কোনো
যৌথ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা নিতে পারেন। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।
কারো দুঃখে বিচলিত বোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে
না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। এ ব্যাপারে কারো সহযোগিতা
পেতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক চিন্তা মাথাচাড়া দিয়ে উঠতেপারে।
আর্থিক কারণে বিব্রত বোধ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। যাত্রা ও
যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক খুব একটাভালো যাবে না। উপার্জনের চেষ্টা জোরদার করুন।
কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। চাকরির ক্ষেত্রে
ভালো কিছু ঘটতে পারে। ভ্রমণের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। শ্রমিক-কর্মচারীদের জন্য দিনটি শুভ।
আয়-বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। অন্যের দোষে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
আছে। অন্যের দোষের দায়ভার আপনার উপর বর্তাতে পারে। যাত্রা ও যোগাযোগ
শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
রাজনীতিবিদদের জন্যদিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ খুব একটা অনুকূল
থাকবে না। জটিলতার মধ্যে কোনো সুযোগ আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে
লাগাতে চেষ্টা করুন। কোনো আপনজনের জন্য মনে দুশ্চিন্তা হতে পারে।
বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। পরের দুঃখে কষ্ট পাবেন। আর্থিক দিক খুব একটা
ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য
ভালভাবে যাচাই করে নিন। কেউ আজআপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নতুন চাকরিজীবী অথবা ব্যবসায়িদের সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনো
ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। চঞ্চলতা
ক্ষতির কারণ হতে পারে। কোনো কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। আজ ভালো
কোনো সংবাদ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মা-বাবার শরীর অসুস্থ হতে পারে। মন ভালো থাকবে না। ব্যবসায়িক ক্ষেত্রে
কিছু সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের
চেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। স্ব-স্ব কর্মক্ষেত্রে একটু চেষ্টা
করলে ভালো করতে পারবেন। চিকিত্সক ও আইনজীবীরা নিজেকে প্রতিষ্ঠিত করার
চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। জনসংযোগ ও
প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য
ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে।
No comments:
Post a Comment